Syndicated financing of BDT 35 Crore in favour of Makrail Auto Green Bricks Limited arranged by IDCOL under the Legal Assistance of Lex Juris

  • 01-February-2016

ফরিদপুরের মধুখালীর মাকরাইল অটো গ্রিন ব্রিকস্ লি. প্রতিষ্ঠানের মাধ্যমে একটি আধুনিক ইটভাটা স্থাপনে উল্লিখিত প্রতিষ্ঠান ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লি. (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লি. (বিআইএফএফএল) এর মধ্যে ৩৫ কোটি টাকার একটি 'সিন্ডিকেট ফাইন্যান্সিং' চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


৩১ জানুয়ারি ঢাকা ক্লাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইডকল এই 'সিন্ডিকেশনের' মূল আয়োজক।


উল্লেখ্য, মাকরাইল অটো গ্রিন ব্রিকস্ লি. দিনে এক লাখ বিশ হাজার ইট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ও পরিবেশবান্ধব 'কোল গ্যাসিফিকেশনভিত্তিক টানেল ক্লিন' প্রযুক্তি ব্যবহার করবে।


ইডকল-এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী মাহমুদ মালিক, বিআইএফএফএল-এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. ফরমানুল ইসলাম, এবং মাকরাইল অটো গ্রিন ব্রিকস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ সাদাফ জাফর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
ইডকল, বিআইএফএফএল, মাকরাইল ব্রিকস্-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন।