JICA funded project of BDT 127 Crore by Meghna Cement Mills Limited, a concern of Bashundhara Group.
জ্বালানি দক্ষ যন্ত্রপাতি স্থাপনে বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডসহ চারটি প্রতিষ্ঠানকে ৩শ' ৭৯ কোটি ১৬ লাখ টাকার ঋণ সুবিধা দিতে অনাপত্তিপত্রে সাক্ষর করেছে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)।
বুধবার (২৪ মে) বিকেলে রাজধানীর রমনায় স্রেডা কার্যালয়ে অনাপত্তিপত্র চুক্তি সই হয়।
৪ শতাংশ সুদে জ্বালানি দক্ষ যন্ত্রপাতি ক্রয়ে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডকে ১২৭ কোটি টাকা ছাড়াও স্রেডার অনাপত্তিপত্র (নো অপজেকশন সার্টিফিকেট) পাওয়া অন্য তিনটি প্রতিষ্ঠানকেও বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড ১১০ কোটি টাকা, প্রিটি ইকো অ্যাপারেলস ভিলেজ লিমিটেডকে ৮৪ কোটি ৪০ লাখ টাকা এবং তিথি টেক্সটাইল মিলসকে ৫৭ কোটি ৭৬ লাখ টাকা ঋণ দেওয়া হবে।
বাংলাদেশে শিল্প খাতে জ্বালানি সাশ্রয় ও শিল্প কারখানায় জ্বালানি দক্ষ যন্ত্রপাতি স্থাপনে জাপানের সাহায্য সংস্থা জাইকা এ ঋণ দিচ্ছে।
For more info, please visit: http://cdn-rr1mu0hhwzsuhkwd.stackpathdns.com/media/imgAll/2016October/bg/NOC-Issuing-bg20170524214149.jpg